মহারাষ্ট্র ও হারিয়ানায় ক্ষমতায় থাকছে বিজেপি: বুথ ফেরত জরিপ

ভারতের মহারাষ্ট্র ও হারিয়ানায় রাজ্য সরকার গঠন যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মে মাসে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার কথা জানা গেছে বুথ ফেরত জরিপে। সোমবার ভোটগ্রহণ শেষে বিভিন্ন বুথ ফেরত জরিপ বিশ্লেষণ করে এনডিটিভির এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

8989

বুথ ফেরত জরিপ অনুসারে, মহারাষ্ট্রে ক্ষমতায় আবারও আসছে বিজেপি-শিব সেনা জোট। আর হারিয়ানায় এককভাবেই রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-শিব সেনা জোট পেতে পারে ২১১ টি আসন। আর কংগ্রেস-এনসিপি ৬৪ আসন পেতে পারে।

হারিয়ানাতে বিজেপি ৯০টি আসনের মধ্যে জয়ী হতে পারে ৬৬ আসনে। এই রাজ্যে কংগ্রেস পেতে পারে ১৪টি আসন।

বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশ করা হবে।

ক্ষমতাসীন বিজেপি নির্বাচনের প্রচারণায় জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার  বাতিলে বিজেপি সরকারের কৃতিত্ব তুলে ধরা হয়েছে পুরো প্রচারণায়।

প্রচারণায় বিরোধীরা মনোযোগ অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত করার চেষ্টা করেছে। কিন্তু বুথ ফেরত জরিপ অনুসারে, বিরোধীদের প্রচারণা খুব কাজে আসেনি।