কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার ভারতীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। বন্দুকযুদ্ধের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

_4d1b8d3a-f4e5-11e9-800c-f2f87dfa36aa

ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ পুলাওয়ামা জেলায় অভিযান শুরু করে। সেখানে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে তিনজনের মরদেহ পাওয়া গেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জম্মু-কাশ্মিরে পোস্ট-পেইড মোবাইল পরিষেবা পুনরায় চালু হওয়ার এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা। গত সপ্তাহে বিজবেহারা এলাকায় লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত হয়েছিল।

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। রবিবার কাশ্মির সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে প্রায় ডজনখানেক প্রাণহানির খবর পাওয়া গেছে। পাকিস্তানের পক্ষ থেকে তাদের সাত জন এবং ভারতের পক্ষ থেকে তাদের তিন জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন পাকিস্তানি গোলাতে। পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে অপর এক নারী আহত হয়েছেন বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস।