‘ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে চীনা রণতরী’

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো বলেছেন, অদূর ভবিষ্যতে ভারত মহাসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে চীন। মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

88

চীনের যুদ্ধজাহাজ নির্মাণের দ্রুতগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল বলেন, চীনা বিমানবাহী রণতরী মোতায়েন হবে বলে আশা করছি। এতে আমাদের কেউ অবাক হবে না।

এনডিটিভির খবরে বলা হয়েছে, হর্ন অব আফ্রিকা অঞ্চলের জিবুতিতে চীন পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ইতোমধ্যে গড়ে তুলেছে। সেখানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট মোতায়েন করেছে। ওই অঞ্চলে জলদস্যুরোধে সহযোগিতায় এমন নেওয়ার দাবি করে আসছে বেইজিং।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার করার উদ্দেশে নয়া দিল্লি সফরে আসা এই কমান্ডার বলেন, সব মুক্ত ও একই ভাবনার দেশের জন্য চীনের দ্রুতগতির অস্ত্রায়ন একটি হুমকি।

তিনি আরও বলেন, ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের উপস্থিতি বন্ধ হবে না। আমি এর আরও বিস্তৃতি দেখছি।