মহারাষ্ট্রে শিক্ষায় মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা থাকবে: এনসিপি মন্ত্রী

মহারাষ্ট্র সরকার শিগগিরই মুসলমানদের জন্য শিক্ষায় ৫ শতাংশ কোটা ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী নওয়াব মালিক। শুক্রবার তিনি রাজ্যের  বিধানসভাকে এই তথ্য জানিয়েছেন।

nawab_malik_570_850

ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে এই প্রস্তাবটি ঝুলে আছে।

মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি সরকারে মন্ত্রী জানান, রাজ্য সরকার দ্রুতই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়।

এক প্রশ্নের জবাবে নওয়াব মালিক বলেন, আগামী শিক্ষা বছর শুরু হওয়ার আগেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি ক্ষমতাসীন শিবসেনা-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-কংগ্রেস দলের সমর্থন রয়েছে। আইনি বিশ্লেষণের পর তা বাস্তবায়ন করা হবে।