ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ পুলিশ নিহত হয়েছে। ভারতীয় পুলিশ রবিবার জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড়ের সুকমা জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। এতে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হাফিংটন পোস্ট ইন্ডিয়া এখবর জানিয়েছে।

SUKMA
পুলিশ জানায়, শনিবার দুপুরে সুকমা জেলার এলমাগুডা গ্রামে এই বন্ধুকযুদ্ধ হয়।
খবরে বলা হয়েছে, প্রথমে জানা গিয়েছিল ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে এবং তাদের শনিবার সন্ধ্যায় রায়পুরে হেলিকপ্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কিন্তু বন্দুকযুদ্ধের পর ১৭ পুলিশ সদস্য নিখোঁজ ছিলেন। বন্দুকযুদ্ধের সময় ১৫ আগ্নেয়াস্ত্র হারিয়েছে। রবিবার তল্লাশি অভিযানের পর নিখোঁজ পুলিশ সদস্যদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছত্তিশগড়ের মাওবাদবিরোধী অভিযানে যুক্ত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বুরকাপাল ও চিন্তাগুফা পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযানে ছিলেন। তাদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নকশালবিরোধী অভিজাতবাহিনী গ্রেহাউন্ড ইউনিটের কয়েকজন সদস্যও ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মাওবাদীদের হামলার শিকার হন তারা।