করোনা মোকাবিলা: দিনে ২০০ জনের সঙ্গে যোগাযোগ করেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন দুই শতাধিক মানুষের জন্য সঙ্গে যোগাযোগ করেন করোনাভাইরাস মোকাবিলায় দেশটির অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য সরাসরি পাওয়ার জন্য। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

modi

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে মোদি প্রতিদিন ফোনালাপ করে। এছাড়া দেশের বিভিন্নস্থানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেন। ফোনালাপে তিনি সবাইকে উৎসাহিত এবং দেশ ও সমাজের প্রতি তাদের সেবার জন্য কৃতজ্ঞতা জানান।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সেও অংশগ্রহণ করেন মোদি।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে করোনায় আক্রান্ত ১৯৩ জন।