লাদাখে চীন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করলো ভারত

লাদাখে চীন সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গালভান নদীর তীরে চীন তাঁবু নির্মাণ করছে- এমন খবর জানার পর এই উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ndtv

গত সপ্তাহে সিকিমের উত্তরাঞ্চলীয় সীমান্তে চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘাতে উভয় পক্ষে আহতের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওই ঘটনার লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর হেলিকপ্টার মোতায়েন করে চীন। এরপর মঙ্গলবার সেখানে যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত। 

অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেন, সীমান্তে আমাদের সেনা উপস্থিতি গত কয়েকদিন ধরে বাড়ানো হয়েছে। সীমান্তের ওই এলাকায় ভারত-চীনের মধ্যে মুখোমুখি হওয়ার ইতিহাস রয়েছে। তবে এবার তা এক সপ্তাহ ছাড়িয়ে গেছে।

এনডিটিভি জানিয়েছে, লাদাখের পূর্বাঞ্চলীয় ডেমচক এলাকাতেও উত্তেজনা বিরাজ করছে। কারণ সেখানে চীনা নির্মাণকাজের কর্মকাণ্ড চিহ্নিত করা হয়েছে।

নয়া দিল্লিতে জাতীয় নিরাপত্তা পরিষদ লাদাখের ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

গত চার দশক ধরে সিকিম সীমান্তে প্রায়ই শারীরিক সংঘর্ষ হলেও চীন ও ভারতের মধ্যে একবারও গোলাগুলির ঘটনা ঘটেনি। ৯ মে দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়লে উভয় পক্ষের মোট ১১ সেনা আহত হয়।