কাশ্মিরে ভারতীয় যৌথ অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে ৫ জঙ্গি নিহত হয়েছে। রবিবার দক্ষিণ কাশ্মিরের সোফিয়ান এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

mcms

ভারতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘সোফিয়ানে অপারেশন রেবানে ৫ জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে’। তিনি আরও বলেন, ভালোভাবে অপারেশন হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এক পুলিশ কর্মকর্তা জানান, দক্ষিণ কাশ্মিরের সোফিয়ানের রাবেন এলাকায় নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। সকালে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানকারী দলকে লক্ষ্য করে তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা গুলি গুলি চালালে তা বন্দুকযুদ্ধে পরিণত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে, ওই সময় নিরাপত্তারক্ষীদের দিকেও পাথর ছোঁড়া হয়। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জঙ্গিদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও নিরাপত্তারক্ষীদের দিকে গুলি চালায় জঙ্গিরা এবং পাল্টা গুলিতে নিহত হয় জঙ্গিরা। নিহত জঙ্গিদের তালিকায় রয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার ফারুক আসাদ নালিও। প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এর আগে গতমাসে, জম্মু-কাশ্মিরের কুলগামে দুই জঙ্গিকে বন্দুকযুদ্ধে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।