কেরালায় চা বাগানে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি চা বাগানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এই ভূমিধসে আরও বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

download

কর্মকর্তা জানান, শুক্রবার ইদ্দুকি জেলার একটি চা বাগানের শ্রমিকরা যখন ঘুমাচ্ছিলেন তখন ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়।

ইদ্দুকি জেলার কর্মকর্তা এইচ. দিনেশান বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়েছে। শেষ মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ইদ্দুকি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

২০১৮ সালে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কেরালা। ওই সময় অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। মৃতদের বেশিরভাগই ইদ্দুকি জেলার বাসিন্দা ছিলেন।