পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র করার দাবিতে মমতাকে চিঠি

এবার পশ্চিমবঙ্গকে স্বাধীন করার ঘোষণা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থীরা। দিল্লির কৃষক আন্দোলনে লালকেল্লায় সহিংসতার পর থেকে এর নেপথ্যে খালিস্তানিদের হাত থাকার অভিযোগ ওঠে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ভারতের থেকে স্বাধীনতার দাবি করে আসা খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।

একটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে শিখ সংগঠনটি। খালিস্তানিদের বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা।

চিঠিতে এসএফজে’র অভিযোগ, বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা হওয়ার পথও দেখিয়েছে খালিস্তানিরা। তাদের দাবি, ভারতীয় সংবিধানেই লুকিয়ে রয়েছে এর উত্তর। খালিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফা আইন পাস করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। এ পদক্ষেপ নিলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একই ধরনের চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছে এসএফজে। শুধু তা-ই নয়, পৃথক রাষ্ট্র হলে তারা দুই জনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও টোপ দিয়েছে খালিস্তানিরা। পাশাপাশি, ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালানোর অভিযোগে ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।