ইলেকট্রিক স্কুটারে মমতা!

ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটার নিয়ে পথে নেমে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ই-স্কুটারে মন্ত্রী ফিরহাদ হাকিমের পেছনে চড়ে মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে যান তিনি। আর নিজেই সেই স্কুটার চালিয়ে বাড়ি ফেরেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তুলোধোনা করেন তিনি। 

এদিন মমতা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও ভারতে দাম দ্বিগুণ হয়ে গেছে। এই দাম কিভাবে বাড়ছে, কারা বাড়াচ্ছে, কত টাকা কিভাবে যাচ্ছে এর পেছনে একটা বড় রহস্যের খেলা রয়েছে। সেই খেলা ঢাকবার জন্যই মাঝে মাঝে নানা রকম মিথ্যে কথা বলে জনগণকে নানা রকম ছলনা করানো হয়।’

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা। তিনি বলেন, ‘মোদি সরকার ক্ষমতায় আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। মোদি ক্ষমতায় আসার পর সেই গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮২৫ টাকা। একটা বাড়িতে মানুষের দুইটা গ্যাস কমপক্ষে লাগে। দুটো গ্যাসের দামই যদি ১৬৫০ রুপি হয় তাহলে সে বাজার করবে কী, খাবে কী? ছেলে-মেয়ের পড়াশুনো চালাবে কী করে, রাস্তায় যাতায়াত করবে কী করে?’