পর্যায়ক্রমে টিকা রফতানি অব্যাহত রাখবে ভারত: রয়টার্স

ভারতের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানি দেশটি বন্ধ করেনি। পর্যায়ক্রমে এই টিকা রফতানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওই সূত্রটি। তবে কবে থেকে এই টিকা সরবরাহ শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ২৫ মার্চ থেকে প্রতিষ্ঠানটির আর কোনও টিকা রফতানি করা হবে না।

তবে একই দিন ভারতের একটি সরকারি সূত্র রয়টার্সকে বলেছেন, ‘অভ্যন্তরীণ টিকাদান চালু রাখার জন্য টিকা রফতানি স্থগিত করা হয়েছে, আসন্ন সপ্তাহ ও মাসগুলোতে পর্যায়ক্রমে সহযোগী দেশগুলোকে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রাখবে ভারত।’

ওই সূত্রটি জানায়, ‘এই অবস্থানের কোনও বদল হয়নি। আমরা অন্য বহু দেশের মতো ভ্যাকসিন রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করিনি।’