ভারতে কোভিশিল্ড-এর দাম ঘোষণা করলো সেরাম

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমনে বেহাল পরিস্থিতির মধ্যে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড-এর দাম ঘোষণা করলো সেরাম ইন্সটিটিউট। বুধবার সেরামের ঘোষণা অনুযায়ী, তাদের উদ্ভাবিত এই ভ্যাকসিনের দাম রাজ্য সরকারের জন্য ৪০০ রুপি ও বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

আগামী ১ মে থেকে আঠারো বছরের বেশি বয়সী সব নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ লক্ষে বিভিন্ন কোম্পানির উৎপাদিত ভ্যাকসিন খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকারগুলোও কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনতে পারবে।

সেরাম জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এই দাম নির্ধারণ করে দিয়েছে। তবে কেন্দ্রকে আগের মতো ১৫০ রুপিতেই ভ্যাকসিন সরবরাহ করবে কোম্পানিটি।

এই মূল্য ঘোষণা ফলে এখন থেকে ভারতের সরকারি হাসপাতালে ভ্যাকিসন পাওয়া যাবে ৪০০ রুপিতে।

সেরামের দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে ভ্যাকসিনের দাম কমানো হয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বুধবারও ফের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজারেরও বেশি মানুষের।