নন্দীগ্রামে মমতার চেয়ে এগিয়ে শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। এনডিটিভি জানিয়েছে, দ্বিতীয় রাউন্ডের শেষে তার লিড বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার।

৫০ হাজারের বেশি ভোটে মমতাকে পরাজিত করতে না পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু। এখন অবশ্য ১৫ রাউন্ডের গণনা বাকি। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যে যদিও এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম রাউন্ড শেষে ফের উল্টে যায় ফল।

পরিসংখ্যান বলছে, নন্দীগ্রাম ২ এ ১-২৬ নম্বর বুথে শুভেন্দু অধিকারীর স্ট্রং হোল্ড রয়েছে। ২৭-৯৬ নম্বর বুথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৯৭-১৭৭ নম্বর বুথ নন্দীগ্রাম ২-তে এগিয়ে রয়েছে বিজেপি। তবে জানা যাচ্ছে, নন্দীগ্রাম ১-এ অপেক্ষাকৃত ভালো অবস্থানে তৃণমূল।

জেলা সূত্রের বরাতে ‘এই সময়’ জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার জন্য মোট ৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে হলদিয়ার গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে গণনা চলছে নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া বিধানসভা কেন্দ্রের।

অপেক্ষায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা। পুলিশ তৎপরতায় সমস্ত কিছু চেকআপের পরে নিরাপত্তার সঙ্গে কাউন্টিং সেন্টারে প্রবেশ করানো হয়। অতিরিক্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই গণনাকেন্দ্র।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রবিবার সকালে গণনা শুরু হওয়ার পর তেমনটাই প্রতীয়মান হচ্ছে।

মমতা নিজ আসনে পিছিয়ে থাকলেও এখনও পর্যন্ত রাজ্যে সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। তাতে সকাল ৯টা পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।