টিকা দিতে চায় ফাইজার, অনুমতি মিলছে না দিল্লির

করোনাভাইরাসের টিকা সংকটে ভুগছে ভারত। সরকারি হিসাবেই দেশটিতে দুই কোটিরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে। অথচ এখনও পর্যন্ত বহু রাজ্যেই তৃতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু শুরু করা যায়নি। এরইমধ্যে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, ভারতকে সাত কোটি ডলার মূল্যের ভ্যাকসিন অনুদান হিসেবে পাঠাতে চায় তারা। তবে ইচ্ছে থাকলেও উপায় নেই। কারণ নরেন্দ্র মোদির সরকার এখনও তাদের টিকার অনুমোদন দেয়নি।

সোমবার ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানান, এক মাস আগেই এ ব্যাপারে ভারত সরকারের কাছে আবেদন পাঠিয়েছিল ফাইজার। মহামারি পরিস্থিতিতে সাহায্য করার জন্য তারা যে ভারতকে সাত কোটি ডলার মূল্যের টিকা পাঠাতে চায় সে কথাও জানানো হয়েছিল। কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথাবার্তা চলছে বলে জানিয়েছেন অ্যালবার্ট।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেক মিলে তৈরি করেছে করোনা ভ্যাকসিন কমিরানিটি। ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ওপর এই টিকা বেশি উপযোগী বলেও জানিয়েছিল বিশেষজ্ঞদের একাংশ। যদিও তারপরও ফাইজারের টিকা অনুমোদন দেয়নি দিল্লি।

একটি মহলের ধারণা, ফাইজারের টিকা অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ভারতে ওই টিকা ব্যবহার করতে হলে তা সংরক্ষণ করা একটি বাড়তি সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রশাসনের জন্য। অনুমোদন না দেওয়ার সেটাও একটা কারণ হতে পারে।