পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির অবনতি, একদিনে ১২৭ মৃত্যু

উদ্বেগ বাড়িয়ে করোনায় ফের রেকর্ড মৃত্যু দেখলো রাজ্য। একদিনে মৃত্যু ছাড়ালো পুরনো সব নজির। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, রাজ্যে মৃত্যু হয়েছে ১২৭ জনের। ফের নতুন রেকর্ড করেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। সব মিলিয়ে আরও জটিল রাজ্যের করোনা পরিস্থিতি।

শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ১৯ হাজার ৪৩৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৯ লাখ ৭৩ হাজার। সুস্থ হয়েছে ১৮ হাজার ২৪৩ জন। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ৮ লাখ ৩৬ লাখ।

এদিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৭ জনের। যার ফলে রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১২ হাজার ২০৩। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন ও হাওড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবারও উত্তর ২৪ পরগনা ও কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। রাজ্যে অ্যাকটিভ কেস বেড়েছে ১ হাজার ৬৬। তার ফলে মোট অ্যাকটিভ কেস ১ লাখ ২৫ লাখ পার করেছে। সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৫.৮৯ শতাংশ। রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৩০০।