সরকারের সমালোচনার পর পদত্যাগ করলেন ভারতের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ

ভারত সরকারের মহামারি মোকাবিলাকে প্রশ্নবিদ্ধ করার কয়েক দিনের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ শহিদ জামিল। করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্তে ভারতের গঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা ফোরামের চেয়ারম্যান ছিলেন তিনি। ইনসাকোগ নামে পরিচিত এই ফোরাম থেকে সরে দাঁড়ানোর পর তিনি বলেন, ‘কারণ জানাতে আমি বাধ্য নই।’

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে শহিদ জামিল বলেন, প্রমাণ নির্ভর নীতি তৈরি করতে গিয়ে একগুঁয়ে প্রতিক্রিয়া পাচ্ছেন ভারতের বিজ্ঞানীরা। তিনি ভারতের করোনা ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করেন। বিশেষ করে কম পরীক্ষা, টিকা দানের ধীর গতি, টিকা সংকট এবং আরও বেশি পরিমাণ স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এই মাসের শুরুতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় মার্চের শুরুতেই শহীদ জামিলের ইনসাকোগ ভারত সরকারকে বেশি সংক্রামক একটি ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করে দেয়। বি.১.৬১৭ নামের এই ভ্যারিয়েন্টটি ভারতের বর্তমাণ বিপুল সংক্রমণের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

সতর্কতা পাওয়ার পরও ভারত সরকার কেন জোরালোভাবে সংক্রমণ মোকাবিলা করেনি জানতে চাইলে শহিদ জামিল সেই সময় বলেন, কর্তৃপক্ষ নীতি নির্ধারণ করার সময় প্রমাণের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না দেখে উদ্বিগ্ন ছিলেন তিনি। করোনাভাইরাসের মহামারির মধ্যে কুম্ভমেলার মতো লাখ লাখ মানুষের সমাগম এবং নির্বাচনি প্রচারণা চলতে দেওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের বিপুল সমালোচনা হয়েছে।

আর এসব সমালোচনার অবশেষে নিজের পদ থেকে সরে দাঁড়ালেন ইনসাকোগ এর চেয়ারম্যান শহিদ জামিল।  ফোরামটির তদারকি প্রতিষ্ঠান ভারতের বায়োটেকনোলোজি বিভাগের সচিব রেনু স্বরুপ তাৎক্ষণিকভাবে এই পদত্যাগ নিয়ে কোনও মন্তব্য করেননি।