ভারতে তাণ্ডব চালিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় তকতে

মারাত্মক তীব্র ঘূর্ণিঝড় তকতে ভারতের গুজরাট রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার পর দুর্বল হয়ে পড়েছে। ভারতের পুরো পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি মুম্বাই শহরের পাশ দিয়ে গেছে। এই ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আর সরিয়ে নেওয়া হয় প্রায় দেড় লাখ মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীতে যখন ভারতের হাসপাতালগুলো উপচে পড়ছে সেই সময়ে আঘাত হানলো এই ঘূর্ণিঝড়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সময় সোমবার রাতে ভারতের আবহাওয়া দফতরের এক ঘোষণায় বলা হয় মারাত্মক তীব্র ঘূর্ণিঝড় গুজরাটে আছড়ে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি উপকূলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। পরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ে আর মঙ্গলবার সকালে এটিকে খুব তীব্র ঝড় হিসেবে ঘোষণা করা হয়। পরে আবহাওয়া বিভাগের এক টুইট বার্তায় জানানো হয়েছে ঘূর্ণিঝড় তকতে দুর্বল হওয়া অব্যাহত রেখেছে।

১৯৯৮ সালের পর গুজরাট এবং প্রতিবেশি মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় তকতে। রাজ্য দুটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও এই মহামারির ভয়াবহ প্রভাব এখনও টের পাওয়া যাচ্ছে।