শঙ্খ বাজিয়ে করোনা ঠেকাতে রাস্তায় বিজেপি নেতা (ভিডিও)

উত্তর প্রদেশের মিরাটের বিজেপি নেতা গোপাল শর্মা দাবি করেছেন, শঙ্খ বাজিয়ে এবং হাওয়ান ধোঁয়া ছড়ানো হলে তা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সহযোগিতা করবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এখবর জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নভেল করোনাভাইরাসের কার্যকর ওষুধের জন্য গবেষণা করছেন। এমন পরিস্থিতিতে মিরাটের বিজেপি নেতা গোপাল শর্মা রাস্তায় শঙ্খ বাজিয়ে, হনুমান চালিশা পাঠ এবং হাওয়ান ধোঁয়া ছড়াচ্ছেন। তার দাবি, এগুলো মারণ ভাইরাসের বিস্তার ঠেকাতে সহযোাগিতা করবে।

শহরের বিভিন্ন প্রান্তে তিনি এই কাজ করে চলেছেন 'করোনায় আক্রান্ত মানুষকে সুস্থ হতে সহযোগিতার জন্য'।

ভিডিওতে দেখা গেছে, বিজেপি নেতা মিরাটের রাস্তায় শঙ্খ বাজিয়ে যাচ্ছেন ঠেলাগাড়ি টেনে। ঠেলাগাড়িতে হাওয়ান কুণ্ড জ্বলছে। তার সঙ্গে হাঁটছেন আরও পাঁচজন।

গোপাল শর্মা বলেন, হাওয়ানের সরঞ্জামে আমরা দেশি গরুর গোবর ও ঘি, আম গাছের শেকড় ও কর্পূর মিশিয়েছি। এটি করেছি আমরা করোনার বিস্তার ঠেকাতে, পরিবেশকে বিশুদ্ধ করতে, বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং বায়ুতে থাকা বিপজ্জনক ভাইরাসকে হত্যার করার জন্য।

এই বিজেপি নেতা আরও বলেন, আমরা মিরাটের নায়ি বস্তি, শিবপুরাম এলাকায় পবিত্র হাওয়ান ধোঁয়া ছড়িয়েছে। সঙ্গে আমরা হনুমান চালিসা পাঠ করেছি।

করোনার চিকিৎসায় এমন আজগুবি এই প্রথম গোপাল শর্মা করেননি। কয়েক দিন আগেই বিজেপি এমপি প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, তিনি প্রতিদিন গোমূত্র পান করেন, তাই তার করোনা হয়নি।

প্রজ্ঞার দাবি, গোমূত্র জীবনরক্ষাকারী ওষুধ।