কী কী পাওয়া গেছে পাঠানকোটের হামলাকারীদের কাছে

ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলাকারীরা বিভিন্ন পাকিস্তানি দ্রব্য ব্যবহার করেছিলেন। এসবের মধ্যে লাহোরে তৈরি ব্যথানাশক এবং করাচিতে তৈরি সিরিঞ্জও রয়েছে। হামলাকারী অন্তত দুই জঙ্গির কাছে এসব সরঞ্জাম পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Pathankot Terrorists Carried Painkillers Made In Lahore

পাকিস্তানি খাবারের প্যাকেটও বহন করছিল জঙ্গিরা। হামলার পর পাঠানকোটের বিমানঘাঁটির পাশ্ববর্তী একটি ভবনে এসব প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া পাকিস্তানি ওষুধ, ব্যান্ডেজ, তুলা, সুগন্ধি, খেজুরও বহন করছিল তারা।

পরিকল্পনা অনুযায়ী দুটি দলে বিভক্ত হয়ে বিমানঘাঁটিতে প্রবেশ করে ছয় জঙ্গি। একটি দলে ছিলেন দুইজন, আর অন্য দলে ছিলেন চারজন। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, জঙ্গিদের একটি গ্রুপের হামলার ২৪ ঘণ্টা আগেই অন্য গ্রুপটি বিমানঘাঁটিতে প্রবেশ করে।

এদিকে ছয় হামলাকারীকে মদদ দেওয়ার ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করার দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। এদের মধ্যে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর প্রধান মাওলানা মাসুদ আজহারসহ অন্য তিন ব্যক্তি রয়েছেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলার পরিকল্পনা হয়েছিল পাকিস্তানের লাহোর শহরের কাছাকাছি এলাকায়। তাদের কাছে এমন প্রমাণ রয়েছে।

ভারতের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এনডিটিভিকে বলেন, তারা আশা করছেন হামলার নেপথ্যে যারা রয়েছেন পাকিস্তান তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেবে। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/