টিকা নেওয়া এড়াতে নদীতে ঝাঁপ দিলেন গ্রামের মানুষ!

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুটা কমলেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা তিন লক্ষাধিক। সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার টিকাদানে জোর দিয়েছে। বিভিন্ন স্থানে টিকার সংকটও দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতেও উত্তর প্রদেশের একটি গ্রামের মানুষ টিকা নিতে একেবারেই রাজি নন।

সম্প্রতি রাজ্যটির বড়বঙ্কি জেলার সিসাউন্ডা নামের গ্রামের লোকজন স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পালাতে একেবারে নদীতে ঝাঁপ দিয়েছেন। এক বা দুই জন নয়, একেবারে প্রায় ২০০ জন গ্রামবাসী ঝাঁপিয়ে পড়েছেন গ্রামেরই একটি নদীতে।

শনিবার সিসাউন্ডা গ্রামে টিকা দেওয়ার জন্য পৌঁছায় একটি স্বাস্থ্যকর্মীর দল। তাদের দেখে গ্রামবাসীরা ছুট দেয় নদীর দিকে। জানা গেছে, টিকা নিতে নারাজ বলে এই ঘটনা ঘটিয়েছে গ্রামবাসীরা। অনেক গ্রামবাসী দাবি করেছেন, টিকাগুলো “বিষাক্ত” হওয়ার কারণে তাদের এই সিদ্ধান্ত।

টিকা না নেওয়ার কারণে অনেকে আবার গভীর পানিতে ঝাঁপ দেওয়ার হুমকিও দিয়েছে।ন ঘটনার বেশ খানিকটা সময় পড়ে স্বাস্থ্যকর্মীরা টিকা না দেওয়ার আশ্বাস দিলে তারা উঠে আসেন। এই ঘটনায় অবাক হয়েছেন স্বাস্থ্যকর্মীদের একাংশ। কারণ এর আগে তাদের এমন বিরল ঘটনার সম্মুখীন হতে হয়নি।

রামনগর উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট রাজীব কুমার শুক্লা এই বিষয়ে জানান, তিনি গ্রামবাসীদের টিকার বিষয়ে অবগত করছেন। এর ফলে গ্রামের ১ হাজার ৭০০ জনের মধ্যে মাত্র ১৪ জন করোনার টিকা গ্রহণ করেছে। সূত্র: কলকাতা ২৪