ঘূর্ণিঝড় ইয়াস: বন্ধ কলকাতা বিমানবন্দর, সেনা মোতায়েন

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইয়াস উপকূলের আরও কাছে চলে এসেছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া করে দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বিমানবন্দর। উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনায় রাজ্যে সেনা মোতায়েনও করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের উত্তর উড়িষ্যা উপকূলে ধামরা বন্দর এবং বালাসোরের মাঝ দিয়ে বুধবার বিকেলে আঘাত হানতে যাচ্ছে ইয়াস। ভারতের আবহাওয়া দফতরের প্রধান এম মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সময়ে এর গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

উড়িষ্যার প্রায় ত্রিশ লাখ এবং পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লাখ মানুষকে নিজেদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এসব মানুষের আবাসনের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ।

উড়িষ্যা উপকূলে ইতোমধ্যে ভারি বর্ষণের সঙ্গে জোরালো বাতাস বয়ে যাওয়া শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ‘প্রতিটি জীবনই মূল্যবান, সেই কারণে জীবন রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’ উড়িষ্যার জগতসিংপুর, ভদ্রাক এবং বালাসোর জেলা ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা এবং রাজধানী কলকাতার ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে ১৭ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিটি কলামে প্রায় একশ’ সেনা রয়েছে। এর মধ্যে নয় কলাম মোতায়েন করা হয়েছে কলকাতায়। বাকিগুলো পুরুলিয়া বীরভূম, বর্ধমান, হাওড়া হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগণায় পাঠানো হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাতটা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।