উড়িষ্যায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস, সতর্ক পশ্চিমবঙ্গ

উড়িষ্যার ধামরা এবং বালাসোরের মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিজড় ইয়াস পরবর্তী তিন ঘণ্টায় অতিক্রম করবে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল নয়টায় ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করে। ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। কখনও কখনও এটির গতি পৌঁছাচ্ছে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার পর্যন্ত। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তবে সন্ধ্যা নাগাদ এর গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটারে নেমে আসতে পারে।

পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে বেশ কিছু এলাকা ইতোমধ্যে হাঁটু পানিতে তলিয়ে গেছে।

বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস উড়িষ্যার প্যারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলেই পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।