ভারতে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৮

ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকালে মহারাষ্ট্রের পুণের ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কারখানার ভেতরে কয়েকজন শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ ও দমকলকর্মীদের।

উদ্ধারকার্য চলাকালে পুণের পুলিশ সুপার অভিনব দেশমুখ বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত আটটি মরদেহ উদ্ধার করেছি। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভেতরে এখনও অন্তত ১৭ জন শ্রমিক আটকে রয়েছেন।

তিনি জানান, পুণে শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে উরাওয়াড়ে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস-এর ওই কারখানায় পানি পরিশোধনের জন্য ক্লোরিন ডাই-অক্সাইড উৎপাদন করা হতো। সূত্র: আনন্দবাজার।