ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

ভারতের পুনেভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েস্ট শনাক্ত করেছে। বি.১.১.২৮.২ ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্য ও ব্রাজিল থেকে ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের নমুনায় পাওয়া গেছে। এই ভ্যারিয়েন্টে গুরুতর উপসর্গ তৈরি করে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

অনলাইন জার্নাল বায়ো আর্কাইভে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্যাথোজেনিসিটি পর্যালোচনায় দেখা গেছে, এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের রোগের তীব্রতা বাড়ে। এটির বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এটি ভারতীয় ভ্যারিয়েন্টের মতোই এবং ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক হতে পারে।

ভারতের দশটির ল্যাবের উদ্যোগে পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, ভারতে গত দুই মাসে করোনার বিস্তারে বি.১.৬১৭ বা ভারতীয় ভ্যারিয়েন্টের ভূমিকা রয়েছে। এখন এই ভ্যারিয়েন্টকে ডেল্টা হিসেবে নামকরণ করা হয়েছে।