জল্পনার অবসান: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যেয়র উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন একদা দলে তারই সেকেন্ড ইন কমান্ড। ভোটের আগে থেকেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়। সম্প্রতি সেই জল্পনা কয়েক গুণ বৃদ্ধি পায়। অবশেষে সেই জল্পনার অবসান। পদ্ম পতাকা ছেড়ে ফের জোড়া-ফুল পতাকা ধরলেন মুকুল।

শুক্রবার ছেলে শুভ্রাংশুসহ ঘনিষ্ঠদের নিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে ভোটের পর থেকেই দূরত্ব বাড়ছিল রাজ্য নেতৃত্বের। দলের বৈঠকে যাচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়ালেও তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিজেপি নেতা। মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা বিজেপির জন্য বিরাট ধাক্কা হবে। একইসঙ্গে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদল।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শুভেন্দুতেই আস্থা রাখছেন মোদি-শাহ!

মুকুল রায়ের যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলেনি। ও কোনোদিন আমাদের দল নিয়ে খারাপ মন্তব্য করেনি। কিন্তু যারা তৃণমূলের বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, যারা দলের সঙ্গে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের দলে নেব না।

মমতা আরও বলেন, কিন্তু বিজেপি থেকে আরও মানুষ আসবে, সময় হলে জানতে পারবেন।

আরও পড়ুন: দলত্যাগের জল্পনার মধ্যেই তৃণমূল ভবনে বিজেপি নেতা মুকুল রায়

মুকুল রায় বলেন, নতুনদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। পশ্চিমবঙ্গ আবার তার নিজের জায়গায় ফিরবে। আর নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।