ভোটের পর খোঁজ নেই এমপির, সন্ধান চেয়ে পোস্টার

রাজ্যের নির্বাচনের পর থেকেই আর এলাকায় খোঁজ মিলছে না এমপির। এমন অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি দলীয় এমপি বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে। তাই তার সন্ধান চেয়ে জামুরিয়া বিধানসভা এলাকায় পোস্টারিং করা হয়েছে।

তার ছবিসহ সেই পোস্টারে বলা হয়েছে, ‘গুমশুদা কি তলাশ।’ যার বাংলা করলে দাঁড়ায়, নিরুদ্দেশের খোঁজে। জামুরিয়া বাজার এবং বাসস্ট্যান্ড চত্বরে এই পোস্টার দেখা গেছে।

জানা গেছে, জামুরিয়া নাগরিকবৃন্দের ব্যানারে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও বিজেপি এই কাজের জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, ‘এর আগেও এমপির বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়েছিল। লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থীর সন্ধানে এমন পোস্টার পড়েছিল। সেই জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে।’

বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।