মোদিকে চিঠি মমতার

কোভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাক্সিন অনুমোদন করানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মমতা জানিয়েছেন, টিকাদান কর্মসূচির শুরু থেকেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুই রকম টিকাই পেয়েছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলোও কোভ্যাক্সিনের টিকা মজুত করেছে। অনেক শিক্ষার্থীও এই ভ্যাকসিন নিয়েছে।

চিঠিতে মমতা লিখেছেন, ‘শুধু বাংলায় নয়, দেশজুড়ে অজস্র ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যায়। কিন্তু যারা কোভ্যাক্সিন নিয়েছে তারা এখন সমস্যায় পড়ছেন। বিদেশে তাদের টিকা নেওয়ার প্রশংসাপত্র গ্রহণ করা হচ্ছে না। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এখনও এই কোভ্যাক্সিনের অনুমোদন দেয়নি।’ সূত্র: আনন্দবাজার।