বিজেপিতে মানিয়ে নিতে না পেরেই দলত্যাগীরা তৃণমূলে ফিরছে: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল ছেড়ে অনেক নেতাই বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে বিজেপির হারের পর শুরু হয়েছে তৃণমূলে ফিরে যাওয়া। পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষের দাবি, এসব নেতারা তাদের দলে মানিয়ে নিতে পারেননি বলেই তারা চলে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি নেতাদের নিয়ে মন্তব্যের জন্য তৃণমূলের সাবেক দুই নেতা রাজিব ব্যানার্জি ও সব্যসাচী দত্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।

দল ভাঙার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিজেপি ভাঙেনি। অন্য গাছের ছাল লাগিয়েছিল। সেই ছাল খুলে পড়ে গিয়েছে।’

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, দলে নতুন আসা অনেকেই নিয়ম ও বিধির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কিন্তু পুরনোদের কোনও সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, অনেক মানুষকে আমরা দলে নিয়ে একটি সুযোগ দিয়েছি। এখন তারা কী করবে সেই সিদ্ধান্তের ভার তাদের ওপর।

নির্বাচনের আগেই অন্য দলকে অবমাননার করার পরিণতি অনুধাবন করা বিজেপি নেতাদের উচিত ছিল উল্লেখ করে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সেক্রেটারি কুনাল ঘোষ বলেছেন, বিজেপি সভাপতির শুভবুদ্ধি শেষ পর্যন্ত উদয় হয়েছে, তবে অনেক দেরিতে।

তৃণমূল নেতারা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে বিজেপিতে যোগ দিয়েছে- বিজেপি নেতার এই মন্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, হয়ত কোনও একদিন দিলীপ ঘোষ নিজের দলে দমবন্ধ হওয়ার অবস্থায় পড়তে পারেন এবং অক্সিজেন খুঁজবেন।