দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি: ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতে অক্সিজেনের ঘাটতির ভয়াবহ চিত্র সংবাদমাধ্যমে উঠে এসেছিল। দেশটির বিরোধীদেরও দাবি ছিল, অক্সিজেন নিয়ে অব্যবস্থার কারণেই একাধিক প্রাণহানি হয়েছে। কিন্তু মঙ্গলবার রাজ্যসভায় সরকার জানালো, অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর কেন্দ্র সরকারের কাছে নেই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতীয় প্রবীণ পাওয়ার বলেছেন, করোনায় অক্সিজেনের অভাবে মৃত্যু কোনও খবর কেন্দ্রীয় সরকারের কাছে নেই। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে অক্সিজেনের অভাবে মৃত্যুর কোনও খবরই আসেনি কেন্দ্রের কাছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য হলো রাজ্যের তালিকাভুক্ত বিষয়। করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর রিপোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোই জানায় কেন্দ্রীয় সরকারকে। কিন্তু অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হয়েছে, কাগজে কলমে এমন কোনও রিপোর্ট কেন্দ্রের কাছে আসেনি।

ভারতী প্রবীণ আরও বলেন, কোভিডের প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা বেড়েছিল এ কথা ঠিক। প্রথম ঢেউতে মেডিক্যাল অক্সিজেনের সর্বোচ্চ চাহিদা ছিল ৩ হাজার ৯৫ মেট্রিক টন, সেখানে দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের চাহিদা বেড়ে হয় ৯ হাজার মেট্রিক টন।

কেন্দ্রীয় সরকার রাজ্যেগুলোর সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করেছিল বলে জানান তিনি।

তখন কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন, কোভিডের তৃতীয় ঢেউতে অক্সিজেনের চাহিদা এভাবে বাড়লে সে জন্য কী কী প্রস্তুতি রেখেছে কেন্দ্র। জবাবে ভারতী বলেন, এখন থেকেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে কথা বলে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে রাখা হয়েছে। কতটা তরল অক্সিজেন দরকার পড়তে পারে, তার জন্য কী পরিমাণ উৎপাদন করতে হবে, সব ব্যবস্থাই করা আছে।