ভারতে করোনার তৃতীয় ঢেউ এ মাসেই!

২০২১ সালেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি)-এর এক গবেষণায় দাবি করা হয়েছে, আগস্টেই ভারতে শুরু হতে পারে করোনার তৃতীয় ঢেউ।

এ সময় দৈনিক সংক্রমণ এক থেকে দেড় লাখ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অক্টোবর মাসে সংক্রমণ শিখর ছুঁতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আইআইটি হায়দরাবাদের মথুকুমাল্লি বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের মণীন্দ্র আগরওয়াল নামের দুই গবেষক করোনার তৃতীয় ঢেউ নিয়ে এমন দাবি করেছেন। একটি গাণিতিক মডেলের ওপর নির্ভর করে এই দাবি করেছেন তারা।

তাদের মতে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কেরালা ও মহারাষ্ট্রে। তবে দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক শনাক্তের সংখ্যা চার লাখেরও বেশি ছিল। তবে এবার এই সংখ্যা দেড় লাখের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার।