ভারতের কাছে হারপুন ক্ষেপণাস্ত্র বিক্রয় চুক্তি অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রায় আট কোটি ২০ লাখ ডলার মূল্যের হারপুন জয়েন্ট কমন টেস্ট সেট (জেসিটিএস) এবং সংশ্লিষ্ট সামগ্রী ভারতের কাছে বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। হারপুন হলো জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন বলছে, এই সিদ্ধান্তের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করবে আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সহযোগীর নিরাপত্তা বাড়াবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্ভাব্য বিক্রয় চুক্তিটিতে সম্মতির কথা মার্কিন কংগ্রেসে জানিয়েছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ)। সংস্থাটির এক  বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার একটি হারপুন জয়েন্ট কমন টেস্ট সেট (জেসিটিএস) ক্রয়ের আবেদন জানিয়েছে। এছাড়া এতে সংযুক্ত রয়েছে একটি হারপুন মধ্যপাল্লার রক্ষণাবেক্ষণ স্টেশন, স্পেয়ার এবং রিপেয়ার যন্ত্রাংশ, সহায়তা এবং পরীক্ষার উপকরণ; পাবলিকেশন এবং টেকনিক্যাল ডকুমেন্টেশন; কর্মীদের প্রশিক্ষণ; মার্কিন সরকার এবং কন্ট্রাক্টরের টেকনিক্যাল, প্রকৌশলগত, লজিস্টিকস সাপোর্ট সার্ভিস; এবং অন্যান্য সংশ্লিষ্ট সহায়তা। সবমিলিয়ে এর মোট মূল্য আট কোটি ২০ লাখ ডলার।’

২০১৬ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়, ভারতকে ‘গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী’ ঘোষণা করে ওয়াশিংটন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রযুক্তিগত সহায়তা বিনিময় করবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত সামরিক সরঞ্জাম বিক্রির মাধ্যমে ভারত বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলার সক্ষমতা অর্জন করবে। তবে এই অস্ত্র ভারতের কাছে আসলে এই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনও মৌলিক পরিবর্তন আসবে না।

হারপুন ক্ষেপণাস্ত্র প্রথম মোতায়েন হয় ১৯৭৭ সালে। সব ধরনের আবহাওয়ায় জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটি। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি এটি বিশ্বের সবচেয়ে সফর জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। বিশ্বের ৩০টিরও বেশি সশস্ত্র বাহিনীর কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে।