নাচলেন মুখ্যমন্ত্রী মমতা (ভিডিও)

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম জঙ্গলমহলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (৯ আগস্ট) বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত হন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে। এদিন আদিবাসীদের পোশাক পরে তাদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতাকে। আদিবাসী বিশিষ্টদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। 

সারা দেশে আদিবাসীদের অধিকার রক্ষার ডাক দেন মমতা। আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার দাবি, ‘আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। আমাদের সরকার সেই আইন চালু করেছে। সারা দেশে আদিবাসীদের অধিকারে এই আইন চালু করা উচিত। আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করা হয়েছে’।

এদিন ভারত ছাড়ো আন্দোলনের কথা মঞ্চ থেকে স্মরণ করেন মমতা। একুশের নির্বাচনে অভাবনীয় জয়ের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার জঙ্গলমহলে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের জীবনমান উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আদিবাসীদের অধিকার রক্ষায় তিনি সোচ্চার আছেন বলে হুঁশিয়ারি শোনা যায় তার কণ্ঠে।