‘বন্ধু বাঁচাও’, পাচারকারীদের হাত থেকে বিজিবি সদস্যদের উদ্ধার করলো বিএসএফ

আসামের দক্ষিণ সালমারা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে সেখানকার ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সাহায্যের আবেদনে সাড়া দিয়ে বিজিবি’র অন্তত তিন সদস্যকে তারা চোরাচালানকারীদের হাত থেকে রক্ষা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ মঙ্গলবার এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে বিএসএফ জানায়, ২২ আগস্ট রাত ৮টার দিকে তাদের বাহিনীর একটি বিশেষ টহল দল গুয়াহাটি ফ্রন্টিয়ারে বিজিবি সদস্যদের সহযোগিতা করে। কাঁটাতারের ওপারে ‘বন্ধু বাঁচাও’ বলে চিৎকার শোনার পর তারা এই উদ্যোগ নেয়। সাহায্যের আহ্বান শোনার পর বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বেলে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। সেখানে তারা দেখতে পায়, বিজিবির তিন সদস্যকে বাংলাদেশি চোরাচালানকারীরা ঘিরে রেখেছে।

এতে আরও বলা হয়েছে, টহল দল দ্রুত কাঁটাতার পার হয়ে দুষ্কৃতকারীদের চ্যালেঞ্জ করে। বিএসএফ সদস্যদের আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে সাতুকিড়বাড়ি গ্রামের দিকে পালিয়ে যায়।

সহযোগিতার জন্য বিজিবি সদস্যা বিএসএফকে ধন্যবাদ জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।