তালেবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক আল কায়েদার

আফগানিস্তান জয়ে তালেবানকে সাধুবাদ জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক দিয়েছে আল কায়েদা। একইসঙ্গে বিশ্বের সব মুসলিম ভূমিকে ‘শত্রু’র হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করে তালেবান। দলটির এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল কায়দা যেভাবে কাশ্মির ‘মুক্তি’র ডাক দিয়েছে তাতে চিন্তা বেড়েছে দিল্লির।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই জম্মু-কাশ্মিরে হামলা বেড়েছে। অঞ্চলটিতে লড়াইয়ের ডাক দিয়ে তালেবানের সহযোগিতা চেয়েছে লস্কর-ই-তৈয়বা। এবার কাশ্মির নিয়ে আল কায়েদার তৎপরতায় নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছে।

মুসলিম ভূমিকে ‘মুক্তি’র ডাক দিয়ে আল কায়েদা একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘লেভান্ত, সোমালিয়া, ইয়েমেন, কাশ্মির ও বাকি মুসলিম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে বলা হয়েছে, ‘যারা অপমান করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ফের আফগানিস্তানকে মুক্তির স্বাদ দিয়েছে। আর এটা প্রমাণ করছে যে জয়ের একমাত্র রাস্তা জিহাদ।’

এদিকে মঙ্গলবার দোহায় তালেবান প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এটিই তালেবানের সঙ্গে ভারতের প্রথম কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ।

দিল্লি জানিয়েছে, কাতারে ভারতীয় দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল ও তালেবানের রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই।

বৈঠকে আফগানিস্তানের মাটি ভারতবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হতে পারে বলে দিল্লির পক্ষ থেকে উদ্বেগ তুলে ধরা হয়। তবে তালেবানের পক্ষ থেকে দিল্লির এই উদ্বেগ ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।