দুর্গা রূপে মণ্ডপে পূজিত হবেন মমতা

দুর্গাপূজায় চমক দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গার মূর্তি গড়ার ঘোষণা আগেই জানা গিয়েছিল। বৃহস্পতিবার সেই প্রতিমার ছবি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের কুমোরটুলিতে মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে তৈরি হচ্ছে সেই প্রতিমা। মমতার মুখ বসানো সেই দুর্গা প্রতিমার দশ হাতে শোভা পাবে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো তারই সরকারের নেওয়া দশটি সামাজিক প্রকল্প।

পশ্চিমবঙ্গে দুর্গা পূজায় নতুন নতুন থিমের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়। গতবার পরিযায়ী শ্রমিকদের কথা তুলে ধরে বেহালার বড়িশা ক্লাব এক অনবদ্য ভাবনা এনেছিল। পাশাপাশি মুর্শিদাবাদের একটি পুজো কমিটি অসুরের জায়গায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-র মূর্তি করে আলোচনায় আসে।

এবারও এমনই কিছু পরিকল্পনা নিয়ে সামনে এসেছে কলকাতার বাগুইয়াটির নজরুল পার্ক উন্নয়ন সমিতি। তারা প্রতিমার মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে করে নজর কাড়ছে সবার। মায়ের দশ হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলিকে ফুটিয়ে তোলার ভাবনা নিয়েছে পুজো কমিটি। এমনকি মণ্ডপসজ্জাতেও মমতা সরকারের বিভিন্ন কাজের নিদর্শন ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছে তারা।

ক্লাবের সভাপতি ইন্দ্রনাথ বাগুই বৃহস্পতিবার রাতে বলেন, ক্লাবের পুজো কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছে, মা দুর্গা রূপে প্রতিমায় শোভা পাবে মমতা বন্দ্যোপাধায়ের মুখ।

তিনি বলেন, মা দুর্গার কাছে আমরা সন্তানেরা সুখ-সাচ্ছন্দ্য প্রত্যাশা করি। দুঃখ, দুর্দশা দূর করার প্রার্থনা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন দশটি সামাজিক প্রকল্প চালু করেছে যা থেকে সমাজের সব অংশের মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে গরিব মানুষ।

নজরুল পার্ক উন্নয়ন সমিতি নামে বাগুইআটির ওই ক্লাবটির পুজো এবার ৩৮তম পুজো। ক্লাব সভাপতি জানিয়েছেন, বিধি মেনে পুজোর জন্য একটি ছোট দুর্গা প্রতিমা মণ্ডপে থাকবে। সূত্র: দ্য ওয়াল