শান্তিপূর্ণ উপায়ে আফগান পরিস্থিতি সামালের তাগিদ ব্রিকস নেতাদের

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে পাঁচ জাতির ব্রিকস সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতিকে গঠিত জোটটির সম্মেলন। সম্মেলনের ঘোষণায় আফগানিস্তানে স্থিতিশীলতা, নাগরিক শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিতে একটি অংশগ্রহণমূলক অভ্যন্তরীণ আলোচনার তাগিদ দেওয়া হয়।

পাঁচ দেশের প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে ব্রিকস নামের জোটটি। বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট।

জোটের এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পেয়েছে আফগান পরিস্থিতি। দিল্লি ঘোষণায় বলা হয়েছে, আফগানিস্তানের মানবিক পরিস্থিতি এবং নারী, শিশু এবং সংখ্যালঘুসহ সকলের মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দেওয়া প্রয়োজন। এছাড়া সন্ত্রাসবিরোধী যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সবচেয়ে কড়া সুরে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, অস্থিতিশীল আফগানিস্তান প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। পুতিন বলেন, আফগানিস্তানকে প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি, মাদক ও সন্ত্রাস পাচারের কেন্দ্র হয়ে উঠতে দেওয়া যাবে না।