উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানিপুর আসনের উপনির্বাচনে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। আগামী ৩০ সেপ্টেম্বরের এই উপনির্বাচনে বিজেপির হয়ে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র আইনি বিষয়ক উপদেষ্টা প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ভোটে নামেন তিনি। তবে সেবার প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।

ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিশাল জয় পান। টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন তিনি। তবে নিজে প্রার্থী হওয়া নন্দীগ্রাম আসনে এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। আর সেকারণে মুখ্যমন্ত্রী থাকতে গেলে উপনির্বাচনে জয় নিয়ে ফিরতে হবে তাকে।

মমতার বিরুদ্ধে প্রার্থী হওয়া প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ২০১৪ সালে বাবুল সুপ্রিয়র অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দেন।