গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভুপেন্দ্র প্যাটেল

আজ শপথ নিচ্ছেন গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। স্থানীয় সময় সোমবার (১৩  সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে বলে জানিয়েছে বিজেপি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ছাড়াও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে, রবিবার গুজরাট রাজ্যের কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভুপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেন। সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদিন পর এই সিদ্ধান্ত নেয় বিজেপি। রুপানির পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় বেশ কয়েকজন নেতার নাম উঠে আসে। তবে বিজেপি ভুপেন্দ্রকে মনোনীত করায় অনেকে অবাক হন।

২০২২ সালে গুজরাটে নির্বাচন। গত দু’দশকে গুজরাটের কোনও বিধানসভা নির্বাচনে হারেনি বিজেপি। গেরুয়া শিবিরের দূর্গ এই রাজ্য থেকেই উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।