প্রকৌশল শিক্ষার সিলেবাসে রামায়ণ, মহাভারত

প্রকৌশল শিক্ষায় সাংস্কৃতিক উপাদান যোগ করতে সিলেবাসে মহাভারত ও রামায়ণ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মধ্য প্রদেশ সরকার। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, প্রকৌশল শিক্ষার্থীদের সিলেবাসে রামায়ণ, মহাভারতের পাশাপাশি যোগ হবে রামচরিতমানস।

এই সিদ্ধান্তে কোনও ভুল নেই বলে জানিয়েছেন মধ্য প্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, ‘যারা ভগবান রামের চরিত্র এবং সমসাময়িক কাজের শিক্ষা নিতে চায় তারা প্রকৌশল কোর্সেই তা শিখতে পারবে।’ জাতীয় শিক্ষা নীতির (এনইপি) সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মধ্য প্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী মোহন যাদব বলেন, ‘আমাদের স্টাডি বোর্ডের শিক্ষকেরা এনইপি ২০২০ এর অধীনে সিলেবাস প্রস্তুত করেছেন।... যদি আমরা গৌরবময় ইতিহাস এগিয়ে নিতে চাই, তাহলে কারোরই এনিয়ে কোনও ইস্যু থাকা উচিত নয়।’ তবে এই সিলেবাস কেমন হবে তা এখনই স্পষ্ট নয়।

এনইপি ২০২০ বাস্তবায়নে ভারতের যে কয়েকটি রাজ্য কাজ শুরু করেছে তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ। এনইপিতে আঞ্চলিক ভাষায় প্রকৌশল শিক্ষার কথা বলা হয়েছে। তবে এই পরামর্শ বাস্তবায়ন খানিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।