কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি মন্দিরের রক্ষীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অজয় ধর নামের কনস্টেবল রাতে জোর করে মন্দিরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাকে দেশ বিরোধী হিসেবে মনে করে গুলি করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল শেষ রাতের দিকে মন্দিরের দরজা ধাক্কাতে শুরু করলে রক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে।

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, রক্ষীদের সর্তকতামূলক গুলির পরও কনস্টেবল নিজের পরিচয় না দিয়ে দরজায় ধাক্কাতে থাকেন। রক্ষীরা হামলা হয়েছে মনে করে গুলি করে।

কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।