পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে সিধুর পদত্যাগ

মাত্র কয়েকদিন আগেই পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া নভোজিৎ সিং সিধু পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান। এতে তিনি উল্লেখ করেছেন, সভাপতির পদ হতে পদত্যাগ করলেও তিনি কংগ্রেসে কাজ করবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

পদত্যাগপত্রে সিধু লিখেছেন, আমি পাঞ্জাব কংগ্রেসের ভালো চাই। রাজ্যে দলের ভবিষ্যৎ নিয়ে আমি কোনও আপস  করতে পারব না। তাই আমি সব ভেবেচিন্তে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি কংগ্রেসের জন্যেই কাজ করে যাব।

তবে তিনি কোন ধরনের বা কোন আপোসের কথা বলছেন তা চিঠিতে উল্লেখ করেননি।

সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব হতে পদত্যাগ করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চরণজিৎ সিং চান্নি। সিধুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অমরিন্দর সিং পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী না করায় এই সিদ্ধান্ত নিয়েছেন সিধু।

পাঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে সিধুর সময়কাল ছিল খুব সংক্ষিপ্ত। ২৩ জুলাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। অমরিন্দর সিংয়ের তার দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।