জয়ের পথে মমতা, উল্লাস সমর্থকদের

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গণনার ১৫ রাউন্ড শেষে এখন পর্যন্ত ৩৯ হাজার ৬৫৭ ভোটে এগিয়ে মমতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ১৮ হাজার ৮৪৬ ভোট।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান যত বাড়ছে কর্মী-সমর্থদের উল্লাস করতে দেখা গেছে। অন্য দুইকেন্দ্র শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূল এগিয়ে থাকায় আনন্দে মেতেছেন দলটির কর্মীরা। তবে কোনও বিজয় উৎসব নয় জানিয়ে, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এর মধ্যেও পশ্চিমবঙ্গের কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রচুর কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তারা। সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। 

তৃণমূল সমর্থকদের উল্লাস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে এই উপনির্বাচনে জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরে এ বার মমতার বিরুদ্ধে বিজেপি থেকে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে অবশ্য কোনও সংশয় নেই তৃণমূল শিবিরের। ভবানীপুর আসনে ভোটার ছিলেন তিন লাখের বেশি। বৃহস্পতিবার এ আসনের উপ নির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। রাজ্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা।