মোদি-শাহের কুশপুত্তলিকা পোড়াবে সংযুক্ত কিষাণ মোর্চা

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের লখিমপুরে সম্প্রতি সহিংসতার প্রতিবাদে সরব হয়েছে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে তারা। শনিবার এক সংবাদ সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার নেতা যোগেন্দ্র যাদব এ ঘোষণা দিয়েছেন।

যোগেন্দ্র যাদব বলেন, আগামী ১৫ অক্টোবর দশহরা উৎসবের দিন দেশজুড়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হবে। এছাড়া লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রের গাড়িচাপায় চার কৃষক নিহতের ঘটনায় আগামী ২৬ অক্টোবর উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে একটি মহাপঞ্চায়েত করবে সংযুক্ত কিষান মোর্চা। এর পাশাপাশি ১৮ অক্টোবর সারা দেশে ছয় ঘণ্টার জন্য ট্রেন অবরোধ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ এবং তার ছেলে আশিস মিশ্রের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

কৃষক নেতা যোগেন্দ্র যাদব বলেন, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে পদ থেকে সরিয়ে গ্রেফতার করা উচিত। কৃষক নেতা যোগিন্দর সিং বলেন, আমাদের দাবি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তার ছেলে আশিসকে গ্রেফতার করতে হবে। আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে সরকার সহিংস অবস্থান নিয়েছে। আমরা সহিংসতার পথে যাবো না।

কৃষক নেতা দর্শন পালের অভিযোগ, লখিমপুরের ঘটনা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা (হামলাকারীরা) কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করেছে।

কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, ‘এই আন্দোলন ১০ মাস ধরে চলছে এবং ৩০০ জন মানুষ শহীদ হয়েছেন। এ অবস্থায় যে আন্দোলন চলছে, কেউ কেউ বলছেন তা কেবল পাঞ্জাবেই সীমিত। কিন্তু এই আন্দোলন সর্বত্র চলছে। সবাই এটিকে সমর্থন করেছে।

তার অভিযোগ, আরএসএস ভয় দেখিয়ে আন্দোলন শেষ করতে চায়। কিন্তু আন্দোলন চলছে এবং চলবে। সূত্র: পার্স টুডে।