আফগানরা জানে কে তাদের ভালো বন্ধু: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের মানুষ জানে ভারত ও পাকিস্তানের মধ্যে কে তাদের ভালো বন্ধু। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ভারত গত এক দশকে কতটা সাহায্য করেছে সেটি তাদের জানা আছে।

তিনি বলেন, আফগান জনগণ জানে যে ভারত তাদের জন্য কি করেছে এবং তাদের কেমন বন্ধু ছিল। একই সময়ে পাকিস্তান তাদের জন্য যা করেছে তা ভারতের থেকে আলাদা।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গণি সরকারে ভারতের ব্যাপক প্রভাব ছিল। তখন দিল্লি ও কাবুলের মধ্যে গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল।

২০১৯-২০ অর্থবছরে ভারত ও আফগানিস্তানের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। ভারত ২০১৭ সালে চাবাহার বন্দর শুরু করতে সাহায্য করেছিল। একই বছর ইন্ডিয়া-আফগানিস্তান ফাউন্ডেশন (আইএএফ) প্রতিষ্ঠা করেছিল যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষাগত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করে।

জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের জন্য যা করেছে তার ওপর ভিত্তি করে আফগান জনগণ বুঝতে পারবে, কারা তাদের ভালো বন্ধু ছিল। 

তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি হওয়ার প্রতিযোগিতা স্পষ্ট। ফলে একটি বহুমুখী এশিয়া ছাড়া বহুমুখী বিশ্বের অস্তিত্ব থাকতে পারে না। আগামী ৭৫ বছরে, ভারত ও চীন বিশ্বের প্রধান শক্তিগুলির মধ্যে থাকবে। সূত্র: জি নিউজ।