রামলীলার মঞ্চ মাতালেন মুসলিম শিল্পীরা

বিজেপিশাসিত রাজ্য ভারতের উত্তরপ্রদেশ থেকে বারবার সাম্প্রদায়িক হিংসার অভিযোগ সামনে আসে। মুসলিম থেকে শুরু করে দলিত শ্রেণির মানুষের ওপর বারবার অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। শোষণের খবর সামনে এসেছে। এবার সেই যোগীরাজ্যের অন্যরকম ছবি ধরা পড়ল ক্যামেরায়। হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চ মাতালেন মুসলিম শিল্পীরা।

উত্তর প্রদেশের পাথর চাট্টি রামলীলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা। প্রয়াগরাজে অনুষ্ঠিত রামলীলায় বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন ভিন্ন ভিন্ন বিশ্বাসের শিল্পীরা। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আয়োজকদের বরাতে জানিয়েছে, ধর্ম নির্বিশেষে শিল্পীদের এই অংশগ্রহণ ঐক্যবদ্ধতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নজির।

রামলীলায় ত্রিজাতা এবং অনুসুয়ার ভূমিকায় অভিনয় কার হুমা কমল অনুষ্ঠানের অংশ হতে পেরে উল্লাস প্রকাশ করেন। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীর কাছে সবাই সমান আর তাদের কোনও ধর্ম নেই।’ পাথর চাট্টি রামলীলা কমিটির পরিচালক দিলিপ তিওয়ারি বলেন মোহাম্মদ রফি এবং লতা মুঙ্গেশকরের গান সবাই পছন্দ করে। আর সেকারণেই শিল্পীদের কোনও ধর্ম হয় না।

এএনআই জানিয়েছে, রামলীলায় দুই নারী এবং এক পুরুষ শিল্পীর পাশাপাশি মেকাপ শিল্পীও অংশ নেন। রামলীলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ধর্মেন্দ জানান প্রায় একশ’ বছর ধরে সেখানে রামলীলা দেখানো হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের শিল্পীদের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বলেও জানান তিনি।