এবার অরুণাচল নিয়ে চীন-ভারত উত্তপ্ত বাক্য বিনিময়

অরুণাচল প্রদেশে ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর সাম্প্রতিক সফর নিয়ে চীনের আপত্তি উড়িয়ে দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি অরুণাচল প্রদেশকে ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ অভিহিত করেন। সেখানে এক ভারতীয় নেতার সফর নিয়ে চীনের আপত্তি ভারতীয় জনগণের বোধগম্য নয় বলে দাবি করেন তিনি।

অরিন্দম বাগচি বলেন, ‘চীনের সরকারি মুখপাত্রের করা মন্তব্য আমলে নিয়েছি আমরা। এই ধরণের মন্তব্য প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ।’

গত সপ্তাহে অরুণাচলে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর সফর নিয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে অরিন্দম বাগচি বলেন, ‘ভারতীয় নেতারা নিয়মিত অরুণাচল সফর করেন, যেমন করেন অন্য প্রদেশগুলোতেও। ভারতের একটি রাজ্যে ভারতীয় নেতার সফর নিয়ে আপত্তির কারণ ভারতীয় জনগণের বোধগম্য নয়।’

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ দাবি করে সেখানে ভারতের ভাইস প্রেসিডেন্টের সফর নিয়ে আপত্তি জানাচ্ছে বেইজিং।

লাদাখ সীমান্তে গত ১৭ মাস ধরে চলা চীন-ভারত অচলাবস্থা নিরসনে গত সপ্তাহে সেনা পর্যায়ের ১৩তম আলোচনা ব্যর্থ হয়। অরিন্দম বাগচি বলেন, ‘এছাড়াও আমরা আগেও উল্লেখ করেছি, ভারত-চীন সীমান্তের পশ্চিমাংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতির কারণ চীনের এক তরফা পদক্ষেপ।’