ভারতে দুর্গাপূজার প্যান্ডেলে গুলি, হতাহত ৩

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দুর্গাপূজার প্যান্ডেলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জনের হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোরী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ১০টা নাগাদ অযোধ্যার করখানা এলাকার একটি দুর্গাপূজা প্যান্ডেলে দুইটি বাইকে করে এসে হামলা চালায় চার দুর্বৃত্ত। প্যান্ডেলে ঢুকে তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানজিৎ যাদব নামের এক ব্যক্তির। আহত হয় তার পাশে বসে থাকা দুই কিশোরী।

আহত দুই কিশোরীর বয়স ১২ বছর ও ১৪ বছর। প্রথমে তাদের চিকিৎসার জন্য অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাদের লখনউতে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চার জনের মধ্যে একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এই ঘটনার নেপথ্যে রয়েছে পারস্পারিক শত্রুতা। আটককৃত ব্যক্তিকে জেরা করে বাকি অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।