মস্কোয় তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত

রাশিয়ার মস্কোতে হতে যাওয়া বৈঠকে অংশ নিচ্ছে ভারত। আগামী ২০ অক্টোবরের আলোচনায় উপস্থিত থাকছেন তালেবান প্রতিনিধিরাও। ২০১৮ সালের পর দ্বিতীয়বার তালেবান প্রতিনিধিদের মুখোমুখি হচ্ছে ভারত।

গত আগস্টের ১৫ তারিখ আফগানিস্তানে আশরাফ গণি সরকারের পতনের পর মস্কোতে বড় পরিসরে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ‘আফগানিস্তান ইস্যুতে মস্কোর বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছি আমরা। আলোচনায় আমরা অংশ নিচ্ছি’।

তবে ভারতের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কে উপস্থিত থাকছেন তা নিশ্চিত করা হয়নি।

তালেবান ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি কোনও দেশ। বিশ্ব সম্প্রদায়ের সমর্থন এবং স্বীকৃতি পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান প্রতিনিধিরা। এর মধ্যেই আফগানিস্তান ইস্যুতে রাশিয়া, আফগানিস্তান ও ভারতসহ আরও কয়েকটি দেশের উপস্থিতিতে বৈঠক হতে চলছে।