ছত্তিশগড়ে দশমীর মিছিলে গাড়ি তুলে দিলো চালক, নিহত ১

ভারতের ছত্তিশগড়-এ বিজয়া দশমীর মিছিলে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেন চালক। এতে ছিটকে পড়েন মিছিলে অংশ নেওয়া অনেকেই। মাটিতে পড়ে থাকা কয়েকজনকে পিষে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে কোনও কোনও সূত্র বলছে গাড়ি চাপায় চার জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনবহুল রাস্তায় গাড়িটি ভিড়ের দিকে ছুটে যায়। স্থানীয় জনতা চালককে আটকের চেষ্টা করলে দ্রুত গতিতে পালাতে গিয়ে চাপা দেয়।

এ ঘটনায় জড়িত থাকায় বাবুল বিশ্বকর্মা (২১) এবং শিশুপাল শাহু (২৬) কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। গাড়ি চাপায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।